রঞ্জন ভরদ্বাজ, অবতক খবর,২৯ জুন: বীজপুর অঞ্চলে এক নতুন হাওয়া বইছে। এই হাওয়াটি বইছে বীজপুরের বিজেপি নেতা তথা বিধায়ক শুভ্রাংশু রায়কে নিয়েই। এখন মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে, বিধায়ক কোথায়? তার ভূমিকাই বা কি? কারণ এখন সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না বিধায়ককে। তিনি সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন।

হাতেগোনা কয়েকটি কর্মসূচিতে বিধায়ককে দেখা গেলেও তিনি মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না। তিনি কি চাইছেন, তাঁর কি বক্তব্য? সেই বিষয়ে তিনি মিডিয়ার সামনে মুখে কুলুপ এঁটেছেন। তবে বীজপুরের মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে তিনি নাকি আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এই বিষয়টি নিয়ে হতবাক সকলেই। কিন্তু বিধায়ক নিজে এ বিষয়ে কিছুই বলেননি।‌

আমরা বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও,যোগাযোগ করা যায়নি। অবশেষে আমরা বিষয়টি নিয়ে কথা বলি তৃণমূল জেলা সাধারণ সম্পাদক ও বীজপুরের চেয়ারপার্সন সুবোধ অধিকারী এবং নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিকের সঙ্গে। তাঁরা এদিন কাঁচরাপাড়ায় এক কর্মসূচিতে আসেন। আমাদের প্রতিনিধি তাদের প্রশ্ন করেন, বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় কি ফের তৃণমূলে আসার জন্য যোগাযোগ করছেন?

এর সোজাসাপ্টা উত্তর দেন বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, “বিধায়ক শুভ্রাংশু রায় দলে ফিরতে চাইছেন কিনা সেটা আমার জানা নেই। কিন্তু তিনি যদি দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তবে দলের উচ্চ নেতৃত্ব এবং দলের সুপ্রিমো ঠিক করবেন যে তাকে দলে ফেরানো হবে কিনা।” ঠিক একই কথা বলেন জেলা সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী। এর পাশাপাশি তারা দুজনেই পেট্রোলের মূল্যবৃদ্ধি সহ দেশের অন্যান্য পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দেন।