অবতক খবর: শুক্রবার একুশের সভামঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন। আগামী ৫ আগস্ট , শনিবার কোচবিহার থেকে কাকদ্বীপ রাজ্যের ৩৪১ টি ব্লকে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছেন অভিষেক। সকাল ১০ তা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এই কর্মসূচি হবে এমনটাই জানিয়েছেন অভিষেক।

অভিষেকের মুখ থেকে এই কথা বের হওয়া মাত্রই চুপ করে বসে থাকেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “ আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। এ জিনিস আমরা বরদাস্ত করব না। আমাদের সমস্ত কর্মীদের বাড়িকে স্ত্রী-পুত্র পরিবার, তাদের বাবাদের রক্ষা করার দায়িত্ব বিজেপির। বিরোধী দলনেতা হিসেবে আমি বিষয়টা সিরিয়াসলি দেখব”। এর ফল মারাত্মক হবে এমন হুশিয়ারিও মুখ্যমন্ত্রীকে দিতে শোনা যায় শুভেন্দুর গলায়।

তবে এদিনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশের সভামঞ্চ থেকে এই প্রসঙ্গে বলেন, “ব্লক ধরে ১০০ মিটার দূরত্ব বজায় রেখে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন”। উল্লেখ্য ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন দিল্লির কৃষি ভবনে ধর্নার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা গণ্ডা আদায়ের ইস্যুতে এই ধর্না হবে এমনটাই জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। একুশের সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক এদিন বলেন , দিল্লিতে ধর্নার আগে ট্রেলার হবে। ইতিমধ্যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে দিয়েছে।