নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : মালদহ :    দুয়ারে রেশন পরিষেবা চালু করতে পরীক্ষামূলকভাবে শিবির হয়ে গেল হবিবপুরের বুলবুলচণ্ডী ডুবপাড়া মাঠে। স্থানীয় ডিলার রাজকুমার সাহার তত্ত্বাবধানে শিবির হয় সেখানে প্রায় এক শতাধিক ঊর্ধ্বে লোক রেশন পরিষেবা নিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নির্বাচনী প্রাক্কালে বিনামূল্যে রেশন পরিষেবা বাড়ির দুয়ারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার বসেই সেটি বাস্তবায়িত করতে যাচ্ছেন।

 

এদিন ডোবাপাড়া মাঠে দুয়ারে রেশন প্রস্তুতি পর্বে উপস্থিত ছিলেন inspetor food & supply হবিবপুর রিধিমান চ্যাটার্জী, আজিজুল শেখ (সাব ডিভিশন কন্ট্রোলার মালদা সদর)। অসিত সাহা (সভাপতি ওয়েস্টবেঙ্গল MR ডিলার অ্যাসোসিয়েশন মালদা জেলা কমিটি)- প্রমোদ চন্দ্র ঘোষ (সম্পাদক মালদা জেলা কমিটি) , কাজল রায়( অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মালদা জেলা কমিটি) করোনার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন প্রস্তুতি পর্ব চলে স্বাভাবিকভাবে। এদিন দুয়ারের রেশনে মানুষের ব্যাপক সাড়া মিলেছিল।