অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সামনের বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্র ছাত্রীদের ফল প্রকাশিত হয়। সেই ফল প্রকাশে ছাত্র ছাত্রীরা প্রত্যাশিত নম্বর না পাওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের সামনের বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র ছাত্রীরা। বিক্ষোভকারী ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভেতর প্রবেশ করার চেষ্টা করে। এবং তাদের বিশ্ববিদ্যালয়ের ভেতর প্রবেশে বাধা দেওয়ায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশকে ঘিরে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে। ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় প্ল্যাকার্ড হাতে বাঁকুড়া- রানীগঞ্জ জাতীয় ৬০ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল পড়ুয়ারা। ফলে বেশকিছুক্ষণ ঐ সড়কের যানচলাচল বন্ধ হয়।
ছাত্র ছাত্রীদের দাবী, পরীক্ষার খাতা ঠিক মতো দেখা হয়নি, দায়সাড়া করে নাম্বার দেওয়া হয়েছে। ফলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। অবিলম্বে আমাদের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষার খাতা পুনরায় মুল্যায়ন করা হয়।