অবতক খবর , রাজ্ , হাওড়া :-  জানা গেছে কয়েকদিন আগেই পাঁচলার ধামিসায়য় একটি জনসভা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তার কাছাকাছি একটি সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস।

বিজেপি সমর্থকদের অভিযোগ তাদের বাড়ি বাড়ি গিয়ে সভায় যোগ দেয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল কর্মীরা। তারা সভায় যেতে রাজি না হওয়ায়, এবং চাপ দেওয়ার প্রতিবাদ করায়, শুরু হয় পক্ষের মধ্যে বচসা, ইট বৃষ্টি, বিজেপির অভিযোগ স্থানীয় উপ-প্রধান এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা।

ইটের আঘাতে আহত হয় ৬ বিজেপি সমর্থক। মাথা ফাটে এক মহিলাসহ তিনজনের। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের দাবি বিজেপি মিথ্যে অভিযোগ করছে। তার দল ১০ বছর ধরে মানুষের পাশে আছে।