অবতক খবর,৩০ এপ্রিল: বীজপুর-পানপুর গ্রামীণ এরিয়া কমিটির ৮ নং শাখা সদস্যরা সম্মিলিতভাবে ভয়াবহ করোনা যুদ্ধে পেটের দানাপানির জন্য যারা লড়াই করছে,যারা ঠিকমতো খাদ্য সামগ্রী যোগাড় করতে পারছেন না তাদের পাশে দাঁড়ালেন।
আজ এই অঞ্চলের ৮ নং শাখার অন্তর্গত ৩৮০টি পরিবারকে সাহায্য করবেন বলে তাদের লক্ষ্য ছিল। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় যে শেষ পর্যন্ত তাদের আরো মানুষের কাছে পৌঁছতে হয়। কারণ তারা ত্রাণের জন্য তাদের কাছে বারবার আবেদন নিবেদন করতে থাকেন। শেষ পর্যন্ত তারা ৩৮৭টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
উদ্যোক্তারা জানিয়েছেন যে, এখনও ৪০-৪৫ টি পরিবারের কাছে তাদের পৌঁছতে হবে। দ্বিতীয় বৃত্তে তারা আরও সক্রিয় হবেন এবং এই খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য তারা অন্যান্য রূপরেখাও রচনা করছেন।