অবতক খবর ,সংবাদদাতা ,দক্ষিণ দিনাজপুর :- দক্ষিণ দিনাজপুর জেলার আর টি ও অফিস এ টোটো চালক দের বিক্ষোভ। প্রায় শ দুয়েক টোটো চালক আজ সকাল থেকে জেলা আর টি ও অফিস এর সামনে বিক্ষোভ দেখায়। এরপর এই দপ্তরের শীর্ষ আধিকারিক নিজে প্রায় ঘন্টাখানেক টোটো চালক দের সাথে আলোচনা করেন । সরকারি নির্দেশ অনুযায়ী এখন নথিপত্র ছাড়া কোন টোটো রাস্তায় চলতে পারবে না। পুরনো টোটো যাদের রয়েছে তারা সেই টোটো ডিলারের কাছে জমা দিয়ে সেখান থেকে নতুন টোটো নিলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন দেবেন আরটিও।
যাদের নতুন টোটো অথচ পারমিশন বা রেজিস্ট্রেশন নেই তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করানো নির্দেশ দেন জেলার পরিবহন আধিকারিক । আগামী সাত দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। দীর্ঘদিন ধরেই বালুরঘাট সহ দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনিয়ন্ত্রিত টোটো চলাচলের বিরুদ্ধে আওয়াজ উঠছিল। এরপরই সরকারি নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হয় জেলা প্রশাসন। টোটো চালকদের দাবি তাদের দু মাস সময় দেওয়া হোক রেজিস্ট্রেশন এর জন্য। অন্যদিকে সরকারি দপ্তরের পরিষ্কার স্পষ্ট নির্দেশ সাত দিনের বেশি সময় দেওয়া যাবে না।