অবতক খবর,৯ আগস্ট: সুষ্ঠু ভেকসিন প্রদান, ভুয়া আইপিএস কান্ড সহ বিভিন্ন ইস্যুতে আজ ৯ আগস্ট সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়।
আজ ৯ আগস্ট শহীদ দিবস উপলক্ষে বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিলের আয়োজন করা হয়।
জানা গেছে, আজ ৯ আগস্ট থেকে আগামী ১৬ই আগস্ট পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সেই কর্মসূচির প্রথম দিনে আজ ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। মশাল মিছিলটি বালুরঘাট মঙ্গলপুর এলাকা থেকে শুরু হয়ে ওটা বালুরঘাট প্রদক্ষিণ করে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ভবন, অর্থাৎ বালুরঘাট থানা মোড়ে এসে শেষ হয়। মশাল মিছিলে দক্ষিণেশ্বর জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন, দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চা সভাপতি অবিশ্বাস সেনগুপ্তসহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।