অবতক খবর দেবাশিস মালিক, কাকদ্বীপ:-        বুধবার কাকদ্বীপ মহাকুমার শাসকের কার্যালয় গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় l ওই বৈঠকের দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি. উল্গানাথন, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা,বোর্ড মেম্বার তথা বিধায়ক কুলপি যোগ রঞ্জন হালদার, মন্দিরবাজার বিধায়ক জয়দেব হালদার. গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস-চেয়ারম্যান শক্তি মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন বিভাগীয় দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন l

গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত ২০১৭ সাল থেকে যে সমস্ত প্রকল্প পড়ে রয়েছে সেই সমস্ত প্রকল্পের কাজ অতি দ্রুত শেষ করতে হবে l গঙ্গাসাগর বকখালি তে পরিবেশকে সঠিক রাখতে সংশ্লিষ্ট বিডিওদের মাধ্যমে ১০০ দিনের কর্মীদেরকে কাজে লাগাতে হবে l

সাগরের কপিল মুনির মন্দির এবং বকখালি সী বিচ এলাকায় ফান বুলবুল ঝড়ের যে সমস্ত জায়গা ভাঙ্গন ধরেছে , সেই সমস্ত ভাঙ্গন প্রতিরোধ করতে সেচ দপ্তরকে নতিবিলম্বে শুরু করার আবেদন জানান l ২০২০ – ২০২১সালে যে সমস্ত প্রকল্প কাজ হাতে নেয়া হয়েছে, তাড়াতাড়ি শুরু করতে হবে l সি বিচ এলাকায় ক্ষয়ের মাত্র ঠেকাতে উচ্চ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা দরকার আছে বলে তিনি জানান l