অবতক খবর, বালুরঘাট ২৭ সেপ্ট:- একটানা বৃষ্টিতে দক্ষিন দিনাজপুর প্রধান তিনটি আত্রেয়ী , পুর্নভবা ও টাংংগন নদীতে জলস্ফীতিতে জেলার বালুরঘাট, গংগারামপুর সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বালুরঘাটে যেমন আত্রেয়ী নদীর জলে নদী সংলগ্ন নিচু এলাকা বেলাইন, কল্যানী কলোনী, কংগ্রেস পাড়াঘাট কলোনী, সহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়ে বাসিন্দাদের দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে। তেমনি গংগারামপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর জল বৃদ্ধির ফলে গংগারামপুর শহরের বড় বাজার, ৯ নম্বর ওয়ার্ড, বোড়ডাংগী, মহারাজপুর এলাকার নিচু জায়গা গুলোতে জল ঢুকে পড়েছে।

গংগারামপুর শহরের বড় বাজার এলাকা ও ৯ নম্বর ওয়ার্ডের গংগারামপুর – তপন রাজ্য সড়কের উপর দিয়ে পুনর্ভবা নদীর জল বয়ে যাচ্ছে।স্থানিও বাসিন্দাদের অভিযোগ টানা বৃষ্টিতেই নদীর জল বাড়ার ফলে গতকাল রাত থেকেই শহরের পুর এলাকায় জল ঢুকতে শুর করেছে। যার ফলে এলাকার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যে পড়তে হলেও সরকারি তরফে কোন ব্যবস্থ্যা নেওয়া হয়নি। যদিও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনও আয়ত্তের মধ্যে রয়েছে যার ফলে স্থানিও স্তরেই সব দেখভাল চালানো হচ্ছে।অপরদিকে বৃষ্টি থামলেও উপরের দিক থেকে বৃষ্টির জল নিচ দিকে দ্রুত নেমে আসার ফল্র জেলার সব নদী গুলিতেই আরও জল বাড়ার আশংকা রয়েছে বলে জেলা সুত্রে জানা গেছে।