অবতক খবর,৩০ মার্চ: পৌরসভা নির্বাচন শেষ। পৌরসভায় আসীন হয়েছেন পৌরপ্রধান এবং উপপ্রধানরা। কিন্তু দফায় দফায় উত্তপ্ত হচ্ছে বীজপুর। কিছুদিন আগেই কাঁচরাপাড়া ২১ নং ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং শূন্যে গুলি ছোড়া হয় বলে অভিযোগ ওঠে।
এবার বোমাবাজি করা হল হালিশহর পৌরসভার উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়ির সামনে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর ৪টে ২০ নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে বোমা ছুড়ে পালায়। এই বোমাবাজির ঘটনায় শুভঙ্করবাবুর বাড়ি এবং তার প্রতিবেশীর বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। কি কারণে এই বোমাবাজি সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।
এ প্রসঙ্গে শুভঙ্কর বাবু বলেন, এই বোমাবাজির ঘটনা নতুন নয়। ২০১৯ সাল থেকে চলছে। মাঝে কিছুদিন বন্ধ ছিল। সমাজবি রোধীরাই এই কাজ করে চলেছে। তবে আমাদের আগেও যেমন প্রশাসনের উপর আস্থা ছিল, এখনও আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি তারাই সঠিক তদন্ত করবে এবং অপরাধীদের যোগ্য শাস্তি হবে।