অবতক খবর,৯ আগস্টঃ দলীয় নির্দেশ মেনেই প্রধান উপ প্রধান নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতে। নির্ধারিত সূচী অনুযায়ী বুধবার হুগলীর বলা গড় বিধান সভার অন্তর্গত শ্রীপুর বলা গড় গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন অনুষ্ঠিত হলো। ত্রি স্তর পঞ্চায়েত নির্বাচনে ২৫টি গ্রাম সভার আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৬ টি আসন দখল করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে।
আজ বোর্ড গঠন পর্বে ১৬ জন তৃণমূল সদস্য ছাড়াও সিপিএম ও বিজেপি র এক জন করে সদস্য তৃণমূল কে সমর্থন জানায় এবং প্রধান নির্বাচিত হন নবীন গাঙ্গুলি যিনি বলা গড় ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি অন্যদিকে তৃণমূলের উপ প্রধান হন মৌসুমী নন্দী।এদিন বোর্ড গঠন কে কেন্দ্র করে শ্রীপুর বলা গড় গ্রাম পঞ্চায়েত অফিসে র সামনে ব্যাপক জমায়েত করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।যে কোন রকম অশান্তি এড়াতে বলা গড় থানার পক্ষ থেকে ব্যাপক পুলিশ মোতায়েন করা পঞ্চায়েতের আশ পাশ সহ পঞ্চায়েত অফিসে ।