অবতক খবর,১১ আগস্ট: দাদুর বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল তিন বছরের এক শিশুর।
মৃত শিশুর নাম অখিল মন্ডল(৩), পিতা-অরুণ মন্ডল। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার বামনাবাদ এলাকায়। এদিন শিশুটি খেলতে খেলতে বাড়ির সামনে থাকা ছোট গর্তে পড়ে যায়। সেই গর্তে জল জমে ছিল। চারিদিকে খোঁজাখুঁজির পর না পেয়ে সন্দেহ হওয়ায় ওই গর্তে খুঁজে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর বাড়ি নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার সুন্দলপুর গ্রামে।