অবতক খবর,৩ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। ভাই ফোঁটা হচ্ছে একটি পার্বণ। কালীপুজোর শেষ হতে শুরু হয়ে যায় ভাইফোঁটার প্রস্তুতি। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই দাদাদের কপালে চন্দন, কাজল দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্র উচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করেন। এটি ভাই বোনের অটুট বন্ধনের কামনায় পালিত হয় একটি পবিত্র উৎসব।
ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি
. অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে ।মূলত কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয়
ভাতৃদ্বিতীয় বা ভাইফোঁটা।
তাই ভাইফোঁটা উপলক্ষে ছানার দাম বেশি হওয়ায় মিষ্টির দাম একটু বেশি থাকলেও মন্তেশ্বর এলাকায় মিষ্টির দোকানগুলিতে ভাই ফোঁটা উপলক্ষে বিভিন্ন রকমের নতুন নতুন আইটেমের মিষ্টি কেনার জন্য ক্রেতাদের ভিড় দেখা যাওয়ায় ব্যবসায়ীরা লাভের আশায় মুখে হাসি ফোঁটাছে। মন্তেশ্বর এলাকায় মিষ্টির দোকানে একে অপরকে টেক্কা দিতে নানান ধরনের মিষ্টি হাজির করেছে। ভাই ফোঁটা লেখা সন্দেশ, ক্ষীর সাগর, কলাপাতা মিষ্টি, কেউ আবার ক্রিম চপ, বাটার রোল, হায়দ্রাবাদ লাড্ডু, বাদশা ভোগ, আপেল থেকে হাঁসের সন্দেশ, মন্তেশ্বর এলাকার মিষ্টির দোকানগুলি সকাল থেকে খুব ভিড় দেখা যায়। মিষ্টি ব্যবসায়ী প্রসেনজিৎ কুন্ডু সুশান্ত কুমার দাস রা জানান প্রতিবছর ভাই ফোটা উপলক্ষে আমরা নানান রকম মিষ্টি নিয়ে হাজির হই।
তাই এবার মিষ্টির দাম একটু বেশি থাকলেও মিষ্টি কেনার জন্য আজ ভাই ফোঁটার দিন সকাল থেকে দোকানগুলিতে প্রচুর দেখা যায় বলে জানান তারা।
পাশাপাশি মাছের বাজারে মাছের দাম বেশি থাকলেও মাছ কেনার জন্য প্রচুর ভিড় দেখা যায় মাছের বাজারগুলিতে। এক কেজি থেকে দেড় কেজি ওজনের রুই ও কাজলা মাছ গুলির দাম ২৮০ টাকা থেকে ৩০০,
গলদা চিংড়ির কেজি প্রতি দাম ৮০০ টাকা ।
৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছের দাম কেজিপ্রতি ৮০০টাকা, বলে জানান ক্রেতারা।