অবতক খবর , অভিষেক দাস , মালদা :- নাগপুরের কমলালেবু টেক্কা দিচ্ছে দার্জিলিং এর কমলালেবুকে। মালদায় এখন সর্বাধিক বিক্রি নাগপুরের লেবু।
এমনিতেই শীতের সময় কমলার বিক্রি বেশি থাকে।কিন্তু এই বছরে করোনার আতঙ্ক মানুষকে ভিটামিন সি খাওয়ার বিষয়ে আরও সচেতন করেছে।ফলে এই বছরে কমলালেবু বিক্রি আরও বেড়েছে।
মালদায় মূলত তিন জায়গার কমলালেবু আসে। দার্জিলিং, নাগপুর এবং পাঞ্জাব থেকে। এরমধ্যে দার্জিলিং এর লেবুর সবচেয়ে বেশি চাহিদা। কিন্তু এই বছরে দার্জিলিং কে মাত দিয়েছে নাগপুর। স্বাদে,গন্ধে দার্জিলিং থেকে বিশেষ পিছিয়ে নেই নাগপুরের কমলা। দামেও নাগালের মধ্যে ৫০ থেকে ৬০ টাকা কেজি।
অন্যদিকে দার্জিলিং এর কমলালেবু ব্যবসায় অবৈধ কারবারের ফলে তার কৌলিন্য হারাচ্ছে। আসল নকল চেনা সমস্যা। তাছাড়া দামেও অনেক বেশি, ১৫০ টাকা কেজি। পাশাপাশি পাঞ্জাব থেকে আসা লেবু খুব মিষ্টি নয়, বরং বেশ টক। অথচ নাগপুরের লেবুর চেয়ে খুব বেশি দাম কম নয়।
প্রতি কেজি ৪০- ৫০ টাকা। ফলে নাগপুরের কমলালেবুর প্রতি মানুষের আগ্রহ যেমন বেড়েছে, তেমনই বিক্রিও অনেক বেশি। দার্জিলিং এর কমলা ক্রমশ যেন ব্রাত্য হয়ে পড়ছে, তার জায়গা দখল করে নিচ্ছে নাগপুর।