শিলিগুড়ি :: ২৫ এপ্রিল :: ‘দিদিকে বলো’ তে ফোন করার ২৪ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে গেল খাদ্যসামগ্রী। খুশি পূর্ণিমা বিশ্বাস ও আরও এক পরিবার। খোদ বরো চেয়ারম্যান তথা কাউন্সিলর রঞ্জন শীলশর্মা পৌঁছে দিলেন সেই খাদ্যসামগ্রী।
জানা গিয়েছে, গত তিনমাস আগে বালুরঘাট থেকে শিলিগুড়িতে এসেছে ওই দুটি পরিবার। পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগরে বাড়ি ভাড়া করে থাকেন তারা। তবে বর্তমানে লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন তারা।
এই অবস্থায় কি করবেন ভেবে না পেয়ে শুক্রবার ‘দিদিকে বলো’ তে ফোন করে ওই দুই পরিবার। এরপরই আধিকারিক মারফৎ সেই খবর পৌঁছায় ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা ৫ নম্বর বরো চেয়ারম্যান রঞ্জন শীল শর্মার কাছে। শনিবার সকাল হতেই ওই দুই পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রঞ্জন শীলশর্মা।