অবতক খবর,১৮ অক্টোবরঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাঙালি শারদ উৎসব সবে শেষ হয়েছে। ঘরে ঘরে চলছে বিজয়ার শুভেচ্ছা জানানোর পালা। ঘরের দোরগোড়ায় চলে এসেছে সপ্তাহ খানেকও বাকি নেই কালীপুজোর। দিন রাত খেটে মৃৎশিল্পীরা শেষ তুলির টান দিতে ব্যস্ত। এমনি দৃশ্য দেখা গেল নৈহাটি বিজয়নগর এলাকার বিএন কোম্পানি মৃৎশিল্পালয়ে।
বিভিন্ন রকম মডেল এর ওপর প্রতিমা গায়ে হরেক রকম রং লাগিয়ে মা কালীকে সুসজ্জিত করে তুলছে। সাংবাদিকদের কথা প্রসঙ্গে প্রতিমাশিল্পীরা জানান দীর্ঘ দুই বছর কোন পূজো পার্বণ না হওয়াতে এবারে তাঁর আর লাভের আশায় বুক বাধছেন।