অবতক খবর,২৬ সেপ্টেম্বর: শিয়ালের আতঙ্কের গ্রামের নাম সরুপনগর।

শিয়ালের উপদ্রব অতিষ্ঠ স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা বনদপ্তরের অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার সরুপনগর ব্লকের স্বরূপ নগর বাংলানী গ্রাম পঞ্চায়েতের ঢালীপাড়া ,ডোবরা, স্বরূপনগর সহ একাধিক গ্রামে শিয়ালে কামড়ে ইতিমধ্যে জখম হয়েছে ৩০,জন বেশিরভাগ শিশু ও মহিলা তাদেরকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে কখনো রাত্রেবেলা আবার কখনো দিনের বেলায় শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ গ্রামের কয়েকশো মানুষ।

ইতিমধ্যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী শিয়ালের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন। কাউর পায়ে কাউর হাতে আবার কারোর কোমরে ছুটে এসে কামড়ে দিচ্ছে। এই ঘটনায় জেরেএকদিকে পড়াশুনো শিকেয় উঠেছে অন্যদিকে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে শিশু মহিলা পুরুষরা। বেরোলো হাতে লাঠি নিয়ে বেরোচ্ছে।

এই ঘটনা ঘেরে বসিরহাটের বনদপ্তরকে জানানো হয়েছে ইতিমধ্যে বনদপ্তর এর পক্ষ থেকে এলাকায় যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যেভাবে শিয়ালের উপদ্রব রয়েছে তাতে রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা প্রাথমিক অনুমান জঙ্গলে খাবার নাম হওয়ায় খাবারের সন্ধানে লোকলায় শিয়ালের দেখা মিলছে। সবমিলিয়ে নতুন করে শিয়ালের আতঙ্ক গ্রামের নাম স্বরূপনগর।