অবতক খবর,১২ নভেম্বর: আজ সকালে কাঁচরাপাড়া লেলিন সরণী স্থিত তৃণমূল নেতা মিন্টু সামন্তের বাড়ির নিচে অবস্থিত নিশি জুয়েলারি ওয়ার্কস্ নামক একটি সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটল।
এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে গিয়ে কাঁচরাপাড়া স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক গোপাল দাস জানান, “আজ সকালে কালো রঙের একটি বাইকে চেপে দুজন ব্যক্তি ভিত পূজার জন্য যে সোনার গুজি প্রয়োজন হয়,সেটি কিনতে এই দোকানে এসেছিলেন। সোনা কেনার পর তারা দোকান মালিককে টাকা দেন। টাকা ভাঙ্গানোর জন্য দোকান মালিক পিছন ফিরতেই ওই দুই ব্যক্তি স্প্রে করে তার চোখে-মুখে। যার জেরে কার্যত অজ্ঞান হয়ে পড়েন দোকান মালিক। আর এর পরেই ওই দোকানের সোনা এবং কিছু টাকা পয়সা লুট করে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী।”
এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। আইসি স্বয়ং এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান এবং স্বর্ণ ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
ওই সোনার দোকানের সামনেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। যা খতিয়ে দেখবে পুলিশ, এমনটাই জানিয়েছেন গোপাল বাবু।
তবে দিনে দুপুরে এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা।
কিছুদিন আগেও বীজপুর অঞ্চল জুড়ে একের পর এক সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। যার জেরে একটা আতঙ্ক বিরাজমান ছিল স্বর্ণ ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে।
আর এবার প্রকাশ্যে দিনের আলোয় এরকম ছিনতাইয়ের ঘটনা ব্যবসায়ীদের আতঙ্ক আরো বাড়িয়ে দিল।
এখন তারা প্রশ্ন তুলছেন যে, যদি দিনের আলোতেই এই রকম ঘটনা ঘটে তবে আমরা ব্যবসা করব কিভাবে? আমাদের নিরাপত্তা কোথায়?