অবতক খবর :: শিলিগুড়ি ::     শিলিগুড়িতে লকডাউনের কারনে একেবারেই বন্ধ পর্যটনের ব্যাবসা। এক দুবার খোলা হলেও আবার বন্ধ হয়ে গেছে শিলিগুড়ির পর্যটন অফিসগুলি। দিনের পর দিন লকডাউনের কারনে চুড়ান্ত সমস্যায় শিলিগুড়ির পর্যটনকেন্দ্রগুলি, বেতন পাচ্ছেন না অনেকেই।বন্ধ হয়ে গেছে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলিও।

লকডাউনের প্রভাবে বন্ধ হয়ে গেছে বুকিং ও। পর্যটকদের আসা বন্ধ হয়ে যাবার কারনে অনিশ্চিত হয়ে পড়েছে সব অফিসগুলি। বহু পর্যটনসংস্থা তাদের নিজের অফিস ভাড়া দিয়ে ফেলেছে। শিলিগুড়ির একটি বিখ্যাত পর্যটন সংস্থা তাদের সব কাজ বন্ধ করে রেখেছে। গোটা উত্তরবঙ্গে চলছে পর্যটন ব্যাবসার মন্দা। গজলডোবা,দার্জিলিং এবং কার্শির্য়াং এর পর্যটনের ব্যাবসা একেবারেই ভেঙে পড়েছে।

লকডাউনের কারনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের পর্যটন ব্যাবসা। এর মধ্যে ট্রেন বন্ধ থাকবার কারনে বন্ধ আসা যাওয়া।বন্ধ হয়ে গেছে অন্যান্য মানুষের জীবিকাও। অনেকেই আছেন যারা এই পর্যটন শিল্পের সাথে যুক্ত হয়ে বিভিন্ন এলাকায় জীবিকা নির্বাহ করেন তারা একেবারেই পথে বসে আছেন। পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছন আমি চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি দেখছি পূজোর আগে কিছু করা যায় কি না।