অবতক খবর, হাওড়াঃ দিল্লিতে ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষের প্রতিবাদে সিপিএম এবং কংগ্রেস কর্মীদের মহা মিছিল । শুক্রবার বিকালে শিবপুরের কাজীপাড়া থেকে এই মিছিল শুরু হয় । মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
হাওড়া ময়দান পর্যন্ত মিছিলে কংগ্রেস এবং বামফ্রন্টের প্রায় দুই হাজার কর্মী পায়ে পা মেলান। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, দিল্লিতে যে ভয়াবহ হিংসাত্মক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে এই মিছিল। দেশের শান্তি এবং ঐক্য যাতে বজায় থাকে তার দাবিতে এই মিছিল।
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক সম্পর্কে বলেন এই বৈঠক না হলে ভালো হতো। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী একদিকে এনআরসি এবং সিএএ বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামতে বলছেন আর অন্যদিকে অমিত শাহের সঙ্গে দেখা হলে এ ব্যাপারে চুপ থাকছেন, এটা এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা। বিমান বসু অবশ্য এই বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।