অবতক খবর,মালদা,২৯ জুলাইঃ দীর্ঘ আট মাস ধরে বেতন পাচ্ছেন না আশা কর্মীরা । এছাড়াও কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত হয়রানি হতে হচ্ছে তাদের। এইরকমই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মালদা শাখার সদস্যরা ।
শুক্রবার বেলা বারোটা নাগাদ কয়েকশো আশা কর্মীরা বিক্ষোভ মিছিল করে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় অবস্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েকের কাছে ডেপুটেশন দেন।
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মালদা জেলা কমিটির সভানেত্রী কাকলি রায় বলেন, করোনা সংক্রমণের মধ্যেও আশা কর্মীরা রাত দিন এক করে কাজ করে গিয়েছেন। কিন্তু সেইসব আশা কর্মীদের যোগ্য সম্মানটুকু দেওয়া হয় নি। গত ৮ মাস ধরে আশা কর্মীরা বেতন পাচ্ছেন না।
তাছাড়া অতিরিক্ত কাজের বরাদ্দ অর্থ দেওয়া হচ্ছে না । আশা কর্মীদের সরকারি স্বীকৃতির দাবিসহ মোট ১৩ দফা দাবি নিয়ে এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমরা আশা করছি স্বাস্থ্য দপ্তর আমাদের সমস্যার বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখবে।