অবতক খবর :: দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর অবশেষে রবিবার থেকে চালু হয়ে গেল রিষড়া-খরদহ ফেরী পরিষেবা। গত ২৮শে অক্টোবর বানের তোরে ভেঙে যায় খরদহ এর জেটি , ফলে বন্ধ হয়ে যায় পরিসেবা।

রিষড়া থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী পারাপারের একমাত্র এই জেটি বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হয় যাত্রীরা।

রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন,পরিবহন দপ্তরে চিঠি দেবার পর মুখ্যমন্ত্রীর অনুপ্রেণায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এর প্রচেষ্টায় , পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর চেষ্টায় ৯৯ লক্ষ টাকা খরচে কাজ টি সম্পন্ন হয়েছে।রবিবার ১১ টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে ফেরী চলাচল। ফলে স্বভাবতই খুশি যাত্রীরাও।