অবতক খবর,২৫ নভেম্বর,বাঁকুড়া:- 400 বছরের পুরনো মন্দিরের দুঃসাহসিক ডাকাতি রাজা বীর হাম্বীর দেওয়া পায়ের নুপুর সহ লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা , এলাকায় তীব্র চাঞ্চল্য ।
বিষ্ণুপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড সাক্ষী গোপাল পাড়ায় মল্ল রাজা বীর হাম্বীর এর আমলে তৈরি প্রাচীন সাক্ষী গোপাল মন্দিরের ভেতরে রয়েছে রাধামাধব এর মূর্তি এই মূর্তিগুলি সাজানো ছিল সোনার অলংকার ঢাকা, রাধার পায়ে ছিল তৎকালীন মল্ল রাজা বীর হাম্বীর দেওয়া নুপুর, মাধবের পায়ের তলায় ছিল সোনার তৈরি বাঁশি মন্দিরের ভেতরে ছিল প্রণামী বাক্স, তবে এই সবকিছু রাতের অন্ধকারে কেউ বা কারা মন্দিরের গেটের তালা ভেঙ্গে নিয়ে চম্পট দেয়, বৃহস্পতিবার সকালে মন্দিরের সেবায়িতের নজরে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকাতে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ।
গৌতম মোহন্ত জানান আমাদের এই মহন্ত পরিবারের প্রাচীন মন্দির থেকে প্রায় লক্ষ লক্ষ টাকার সোনার গয়না এবং প্রণামী বাক্স রাতের অন্ধকারে আমাদের প্রত্যেকের ঘরে দরজা লক করে মন্দিরের 8 থেকে 9 টি তালা ভেঙ্গে একদল দুষ্কৃতী চম্পট দেয়, দুষ্কৃতীরা রাধা ও গোপালের মূর্তির ক্ষতি করেছে, মন্দির চত্বরে এই সপ্তাহে সিসিটিভি লাগানোর পরিকল্পনা ছিল আর তার আগেই এই ধরনের ঘটনা ঘটে গেল ।
গোপাল চন্দ্র গুহ নামে আরেক স্থানীয় বাসিন্দা মায়ের চুরির ঘটনা জানতেই চোখের জল আটকে রাখতে পারেনি কাঁদতে কাঁদতে সে বলে আমি ছোটবেলা থেকেই মায়ের জন্য ফুল তুলি, মা আমাকে বারংবার বিভিন্ন সময় স্বপ্নাদেশ দিয়েছিলেন আমাকে হিম্মত জুগিয়েছিলেন আজকের সেই মায়ের চুরি হয়ে গেল চোরেদের কঠিনতম শাস্তি দাবি করছি ।
তবে মন্দির নগরী বিষ্ণুপুর এভাবে বারবার চুরির ঘটায় এলাকার মানুষ রীতিমতো একপ্রকার আতংকে দিন গুনছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে মন্দির নগরীর নিরাপত্তা নিয়ে ।