অবতক খবর : করোনা আতঙ্কে জর্জরিত ভারত। তার উপর চলছে লকডাউন। গোটা দেশ লড়ছে এই ভাইরাসের কারণে। কিন্তু এই লড়াইয়ের চেয়েও বড় লড়াই হল পেটের লড়াই।‌ মধ্যবিত্তরা তো যেভাবেই হোক লকডাউনের এই কদিন খাদ্য মজুত করেছে। কিন্তু দুঃস্থ অসহায়রা যাবে কোথায়! একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে পেটের জ্বালা। এই দুইয়ের মাঝে পিষে যাচ্ছে দুঃস্থরা। কারণ পেটের খিদে নিয়ে কোনকিছুর সঙ্গেই লড়াই করা যায় না। আর সেই কথা ভেবেই আজ দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ালেন সমাজকর্মী সুবোধ অধিকারী। আজ তিনি তৃণমূল নেতা হিসেবে নয়, বরং একজন সমাজকর্মী হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন। আজ থেকে শুরু হল তাদের পথ চলা। আজ সুবোধ অধিকারীর নেতৃত্বে যত দুঃস্থ অসহায় রয়েছে তাদেরকে দু কেজি করে চাল এবং দু কেজি করে আলু প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।‌করোনার সমস্ত নির্দেশিকা পালন করে দু এক জন করে তারা প্রত্যেক দুঃস্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে চাল,আলু বিতরণ করছেন। এ প্রসঙ্গে সুবোধ অধিকারী জানান,’মধ্যবিত্তরা যেভাবে বেশি বেশি করে চাল, ডাল, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে মজুত করে রাখছেন তাতে গরিব, অসহায়রা বিপদে পড়ে গেছে। সেইসঙ্গে বর্ধিত দ্রব্যমূল্যের কারণে তারা কিছু কিনতেই পারছেন না। আর তাদের কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ। তারা যাতে একটু খেয়ে থাকতে পারেন এবং এই লকডাউনে যাতে তাদের কোনো অসুবিধা হয় না পড়তে হয়। আমরা মোট ১০ কুইন্টাল চাল এবং ৮ বস্তা আলু বিতরণ করব।’ সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, যদি কেউ সমস্যায় পড়েন এবং আমাদেরকে কোনভাবে জানান, তবে আমরা তাদের সাহায্য করব।‌ তিনি বলেন,’এটাই সময় মানুষ মানুষের পাশে দাঁড়ানোর। আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াব এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করব। এই উদ্যোগকে কোন রাজনৈতিক রঙ দেবেন না, আমি মানুষ হিসেবেই মানুষের পাশে দাঁড়াব।