অবতক খবর,কল্যাণ দত্ত, ২৫শে এপ্রিল ২০ :: করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারীতে রূপ নিয়েছে। সাথে দুর্ভোগের স্বীকার বহু অসহায়, গরিব মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষদের কপালে চিন্তার ভাঁজ। কিভাবে জোগাবে দুবেলার দুমুঠো অন্ন। অপরদিকে সমস্ত কাজকর্ম ও বন্ধ। এবার সেইসব দুঃস্থ মানুষদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিলো পূর্ব বর্ধমান এর রায়না ২ এর কুমারপুর ডেভেলপমেন্ট সোসাইটি ও মোমরেজ পুর মেলা কমিটির পক্ষ থেকে।
প্রায় 210 জন পরিবারের হাতে তারা তুলে দিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, টমেটো, সোয়াবিন, সর্ষে তেল, পটল, কুমড়ো, পুঁইশাক, সাবান ইত্যাদি। এবং যেসব ব্যাক্তিরা রমজান উপলক্ষে রোজা রাখবেন তাদের উদ্দেশ্যে তুলে দেওয়া হলো, চিরে, দুধ, চিনি, খেজুর। এইসব ভোগ্যসামগ্রীর পাশাপাশি গ্রামবাসীদের হাতে হাতে দেওয়া হয় একটি করে thums up। উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক কাজী সাহানুয়াজ, মোমরেজপুর মেলা কমিটির সম্পাদক অরুন চৌধুরী, মাধব ডিহি ওসি দেবাংশু রায়, সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের সম্পাদক সফিকুল ইসলাম সহ অন্যান্যরা।