অবতক খবর,৪ আগস্ট,বালুরঘাট: মুখ্যমন্ত্রীর স্বপ্নের জলস্বপ্ন প্রকল্পকে বাস্তবায়িত করতে দুই দিনের ভিলেজ অ্যাকশন প্ল্যান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায়।

বুধবার এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের নিজস্ব সভাগৃহে। বালুরঘাটের বালুছায়া সভাগৃহে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জলস্বপ্ন প্রকল্পকে বাস্তবায়িত করতে জেলা প্রশাসন কি কি পদক্ষেপ নিতে চলেছে এবং তা কিভাবে বাস্তবায়িত করা হবে সেই সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবগত ও প্রশিক্ষিত করতে মূলত আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সম্পুর্ণ কোভিড বিধি মেনে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় বালুরঘাটে।