অবতক খবর,১ জুন: ১৯এপ্রিল শুরু হয়েছিল এবারের লোকসভা নির্বাচন ।ছ ‘দফা পেরিয়ে শনিবার শেষ দফার লড়াই ।
কমিশনের সূত্র ,সপ্তম দফায় ন’আসনে ভোটদানের হার ৫৮.৪৬%।ভোট দনে এগিয়ে এখনো বসিরহাট (৬৬.৭৬শতাংশ)
কলকাতা ও উত্তর কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫১.৬১%।দেশের মধ্যে এগিয়ে হিমাচল প্রদেশ (৪৮.৬৩%)।
আর সবচেয়ে কম ভোটে পিছিয়ে বিহার ভোট দানের সংখ্যা (৩৫.৬৫%)।
কমিশনের তথ্য অনুযায়ী ,দুপুর ১টা পযর্ন্ত দমদমে ভোট পড়েছে ৪১.০৯%।এছাড়াও বারাসাতে ভোট পড়েছে ৮৭.৪৯%।যাদবপুরে ৪৩.২৫%।
দক্ষিণ কলকাতায় ভোট দানের হার ৩৯.৭%।এবং উত্তর কলকাতায় ৩৯.৪৮%।জয়নগরে ভোট পড়েছে ৪৮.২৭%।মথুরাপুরে ভোটের সংখ্যা ৪৭.০৩%।এবং ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৪৭.৩৩%।এছাড়া ঝাড়খন্ড ২৯.৫৫%,ওড়িশায় ২৬.৬৮%,পাঞ্জাবে ২৩.৯১%।
সূত্রের খবর’৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে৩১.৯১% ।এছাড়াও চণ্ডিগড়ে ভোট পড়েছে ২৫.৩% এবং উত্তর প্রদেশে ভোট পড়েছে ২৮.২%।