অবতক খবর,১৩ সেপ্টেম্বর: বীজপুরে কি পুকুর ভরাট বন্ধ হবে না কোনদিনও? নগর প্রশাসন কি দেখেও না দেখার ভান করছে? নগর প্রশাসনের এই বিষয়ে উদাসীনতার কারণ কি? এই সকল প্রশ্নের উত্তর জানতে চাইছেন বীজপুরবাসী।
গোটা বীজপুর জুড়ে প্রতিদিনই কোথাও না কোথাও চলছে দুয়ারে সরকার। কিন্তু সরকারের তো এইদিকেও নজর দেওয়া দরকার!! চারিদিকে চলছে দুয়ারে পুলিশ,আর এই বেলা পুলিশ ভ্যানিশ!
চারিদিকে শুধু উন্নয়নের কথা। কিন্তু এই পুকুর ভরাট করে যে কিছু মানুষের পকেটের উন্নয়ন হচ্ছে সেটা দেখবে কে? তবে কি পুকুর ভরাট করে সেই জায়গায় বাড়ি বা বড় বিল্ডিং উঠে যাচ্ছে সেটাও সরকারের উন্নয়নের মধ্যে পড়ে? সরকারের কাছে এই প্রশ্ন রেখেছেন বীজপুরবাসী।
তবে মানুষ তো এটাকে শুধু পকেট ভরার উন্নয়ন হিসেবেই দেখছেন। একের পর এক পুকুর ভরাট হচ্ছে,আর সেখান থেকে নেতাদের কামাইও হচ্ছে। হালিশহর ৮ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লীতে অবাধে চলছে পুকুর ভরাট। এমনকি হালিশহর পৌরসভার ইঞ্জিনিয়ার বাড়ির সামনের পুকুরটি ভরাট করে চলেছেন নিতাই মজুমদার। জানিয়েছেন ওই অঞ্চলের বাসিন্দারাই। পৌরসভার ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে পুকুর ভরাট হচ্ছে, তিনি কি জানেন না? নাকি সেখান থেকেও কোনো ভাগ পাবেন তিনি? এটি একটি বিরাট রহস্য!