অবতক খবর,১৬ অক্টোবর: হালিশহর লোকসংস্কৃতি ভবনে এই বছরের পশ্চিমবঙ্গ সরকার প্রদেয় দুর্গাপুজোর জন্য ৫০ হাজার টাকার চেক বিজপুরের সমস্ত রেজিস্ট্রার ক্লাবের সদস্যদের হাতে তুলে দিলেন হালিশহর পৌরসভার প্রশাসক রাজু সাহানি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর আইসি ত্রিগুণা রায়, কাঁচরাপাড়া পৌরসভার প্রশাসক সুদামা রায়, প্রশাসক বোর্ডের সদস্য মাখন সিনহা সহ বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিরা।
অনুদান প্রাপ্ত সরস্বতী ক্লাবের সদস্যরা জানান,”এই অনুদান আমরা মহাপঞ্চমীর দিন সহ-নাগরিকদের বস্ত্রপ্রদান ও মিষ্টিমুখ এবং পুজোর তিনদিন ‘মায়ের হেঁশেল’-এর মাধ্যমে সহ-নাগরিকদের মধ্যাহ্নভোজনে মানুষের সেবায় ও স্যানিটাইজেশন ব্যবস্থায় খরচ করতে বদ্ধপরিকর।”