অবতক খবর,১৯ অক্টোবর: দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার লরি চালকদের চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান করল পুলিশ। চোখের সমস্যা থাকায় অনেক গাড়ি চালকের রাতে গাড়ি চালাতে সমস্যা হয়।সামনেই শীতকাল চারিদিক ঢেকে থাকে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি।দূরপাল্লার লরি চালকরা একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যান কিন্তু তাদের পক্ষে চোখের চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠেনা।

আর তাই জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি স্টেশন মোড় এলাকায় দূরপাল্লার লরি চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শনিবার দূরপাল্লার লরি থামিয়ে বিনামূল্যে চালকদের চক্ষু পরীক্ষা করা হয় লরি চালক, অ্যাম্বুলেন্স চালক সহ অন্যান্য গাড়িচালকদের।প্রয়োজনে চশমা প্রদান করা হয়।

মূলত চোখের সমস্যার কারণে যাতে দূর্ঘটনা না ঘটে যেকারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করায় খুশি দূরপাল্লার লরি চালকরা।