অবতক খবর,৮ আগস্ট: গত ৬ আগস্ট, শুক্রবার দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানা বিডিও অফিসের সামনে যে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক যুবকের,সেই মৃত যুবকের পরিবারের পাশে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তাঁরই অর্থানুকুল্যে, পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে ওই পরিবারের হাতে নামখানা বিডিও অফিসে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
ওই চেক দেওয়ার সময় নামখানা বিডিও অফিসে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জী, কাকদ্বীপ মহাকুমার শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, নামখানার বিডিও সান্তনু সিংহ ঠাকুর, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের অধ্যক্ষ সীমন্ত কুমার মালি সহ অন্যান্যরা।