অবতক খবর , শিলিগুড়ি : দূরত্ব বজায় রেখে শিলিগুড়ির নানা জায়গাতে পালিত হল রাখি বন্ধন উৎসব। আজ শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডে নিয়ম মেনেই পালন করা হল রাখি বন্ধন উৎসব। উপস্থিত ছিলেন শিলিগুড়ি ১৪নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত ওয়ার্ড সম্পাদক বিশ্বময় ঘোষ এবং অন্যান্য কর্মীরা। আজ সকালে ওয়ার্ড অফিসে যথা সম্ভব নিয়ম মেনেই পালিত হয় রাখি বন্ধন উৎসব। এবারের করোনা আবহে এমনিতেই লোকজনের আনাগোনা ছিলো একেবারেই কম। তার মধ্যে ছোটকরে এই অনুষ্ঠান পালন করা হল। জানালেন কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত।