অবতক খবর , ময়নাগুড়িঃ      যাত্রী বোঝাই চলন্ত বাস লুট করে পালালো দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি বি ডিও অফিস সংলগ্ন ২৭নং জাতীয় সড়কে। জানা যায়, কোচবিহার থেকে বহরমপুর গামী একটি যাত্রীবাহী বাস(উপসোনা) সন্ধারাতে বেশ কিছু দুষ্কৃতী যাত্রী সেজে বাসে উঠে পড়ে। এরপর গাড়িটির চালককে আঘাত করে পুরো গাড়িটিকে নিয়ন্ত্রণে নিয়ে নেন তারা। এরপর সমস্ত কিছু লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গাড়িতে থাকা যাত্রীদের টাকা পয়সা মোবাইল,সোনা দানা সহ মাল পত্র সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায় তারা। এমনকি যাত্রীর আধারকার্ড পর্যন্ত নিয়ে যায় বলে অভিযোগ।

 

এই ঘটনায় যাত্রীদের বেশ কয়েক জন গুরুতর ভাবে আহত হয় ।তাদের ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ির পুলিশ।

গাড়ির চালক প্রদীপ দাস বলেন, “কয়েকজন ডাকাত দুষ্কৃতী সেজে গাড়িতে উঠে হুসলুডাঙ্গা পার হওয়ার সময় পিছন থেকে এসে কেবিনে ঢুকে পড়ে আমাকে মেরে গাড়ি পুরো নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর গাড়ির সম্ভবত সমস্ত কিছু লুট করে নিয়েছে তারা।” শিলিগুড়ির এক যাত্রী কবিতা দত্ত বলেন, “ওরা আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে সব কিছু লুট করেছে। এমনকি পুলিশে ফোন করলে প্রাণে মারার হুমকি দিয়েছে।” এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এডিশনাল এসপি(গ্রামীন) ডেন্ডুপ শেরপা, ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।