দেয়াল লিখন
তমাল সাহা

এই তো সেদিন ওরা এসেছিল
ভয় ও সন্ত্রাস শব্দদুটি নিজেরাই কাঁপছিল

এই তো সেদিন ওরা এসেছিল
অস্ত্র ও আগুন হাতে মজুত ছিল

এই তো সেদিন ওরা এসেছিল
হলোকাস্ট শব্দটি বাতাসে ভাসছিল

এই তো সেদিন ওরা এসেছিল
স্বস্তিকা পতাকা অস্বস্তিতে উড়ছিল

এই তো সেদিন ওরা এসেছিল
কনসেন্ট্রেশন ক্যাম্প ইতিহাস লিখছিল

এই তো সেদিন ওরা এসেছিল
গেস্টাপোরা পাড়ায় পাড়ায় দাপাচ্ছিল

এই তো সেদিন ওরা এসেছিল
ইহুদিরা ভয়ে জড়োসড়ো কাঁপছিল

এই তো সেদিন ওরা এসেছিল
ইতালি জার্মান স্পেন আতঙ্কে ভুগছিল

এই তো সেদিন ওরা এসেছিল
লোরকাকে বধ্যভূমে নিয়ে গিয়েছিল

এই তো সেদিন ওরা এসেছিল
ব্রেখট,আইনস্টাইন দেশ ছেড়ে পালাচ্ছিল

এই তো সেদিন ওরা এসেছিল
রাইখস্ট্যাগ দাউদাউ জ্বলছিল

এই তো সেদিন ওরা এসেছিল
কমিউনিস্ট নিধনযজ্ঞ শুরু হয়েছিল

এই তো সেদিন ওরা এসেছিল
শেষ পর্যন্ত ভয়ই ওদের গ্রাস করেছিল

মানবতার জয়পতাকা উড়েছিল