অবতক খবর,নদীয়া: রবিবার নদীয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে, সি পি আই (এম এল ) লিবারেশন এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য্য, কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য ডক্টর অসিত চক্রবর্তীর উপস্থিতিতে এনপি আর , এনআরসি, ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) দেশের ‘ধর্মনিরপেক্ষতার শত্রু’ বলে আখ্যায়িত করলেন।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান “কঠিন পরিস্থিতি অনুভব না করলে, অনুভূতি জাগে না, তবে আগামীতে একটু সময় লাগলেও মানুষই ছুঁড়ে ফেলে দেবে এই কালো আইন।”
দীপঙ্কর ভট্টাচার্য জানান, “ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে, নিজেদের মধ্যেই লড়াইয়ে লিপ্ত রাখা আর বেশিদিন নয়।”আজ লাইব্রেরী হলে, কোন রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়াই সমাজের, লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের সকল স্তরের সাধারণ মানুষের আগ্রহবশত ভীড় দেখা যায় চোখে পড়ার মতো। সমর পাল চৌধুরী, গণেশ ঘোষ স্মৃতিরক্ষা সমিতির আয়োজনে আজকের অনুষ্ঠানে উপস্থিত দর্শক মন্ডলী পক্ষ থেকে নানা বিধ প্রশ্নের উত্তর দেন আগত নেতৃত্ব।