অবতক খবর,৮ ডিসেম্বর,বাঁকুড়া:- আনুমানিক দেড় থেকে দু’কোটি টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠলো এক পোষ্ট মাষ্টারের বিরুদ্ধে। বাঁকুড়ার পাত্রসায়রের হাটকৃষ্ণনগর শাখা ডাকঘরের ঘটনা। বুধবার সকাল থেকে জমা রাখা ফেরতের দাবিতে ঐ শাখা ডাকঘরের গ্রাহকরা বিক্ষোভ দেখাতে থাকেন।

গ্রাহকদের অভিযোগ, সুব্রত চ্যাটার্জী নামে ঐ পোষ্ট মাস্টার এলাকার গ্রাহকদের পোষ্ট অফিসে জমা রাখা টাকার বিনিময়ে পাশ বই দেননি। ৩০ থেকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকরা প্রত্যেকেই এই ঘটনার শিকার।

রাখী সাঁতরা নামে এক বৃদ্ধার অভিযোগ, গত পাঁচ মাস ধরে তাঁর বার্ধক্য ভাতার টাকা তিনি পাননি। পোষ্ট অফিসে এলেও পোষ্ট মাষ্টার তাঁকে ফেরৎ পাঠিয়েছেন বলে তাঁর দাবি। তারক দাস নামে এক যুবকের তিন লক্ষ, বাবলু রায়ের ২ লক্ষ, সব্জী বিক্রেতা সুশান্ত নন্দী সাড়ে ৩ লক্ষ টাকা ঐ পোষ্ট অফিসে জমা রাখলেও কোন পাশবই পাননি। জমা রাখা টাকা ফেরৎ না দিয়ে ঐ পোষ্টমাস্টার পোষ্ট অফিসে তালা দিয়ে ‘ফেরার’ হয়েছেন বলে উপস্থিত গ্রাহকদের অভিযোগ।

অভিযুক্ত পোষ্ট মাষ্টার সুব্রত চ্যাটার্জীর মা চাঁপা চ্যাটার্জী বলেন, গত দু’-তিন পোষ্ট অফিস বন্ধ রেখে ছেলে কোথায় গেছে জানিনা। তবে লোকে অভিযোগ করছে তিনি শুনছেন বলে জানান।

ডাক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক বিশ্বনাথ বাগদী এপ্রসঙ্গে বলেন, ওঁকে (পোষ্ট মাস্টার) ফোন করছি। তবে উনি আসছেন বলে তিনি দাবি করেন। এছাড়া তিনি কিছু বলতে পারবেন না ।

অভিযোগ ওঠা পোস্টমাস্টার সুব্রত চ্যাটার্জী কে ফোন করলে তিনি ঘটনা অস্বীকার করেন ।

মধুসূদন রায় বাঁকুড়া জেলা পোস্টাল সুপারিন্টেন্ড বলেন অভিযোগ পাওয়ার পরে প্রতিনিধি পাঠানো হয়েছে l ঘটনার তদন্ত করা হবে l পোস্ট অফিস খোলার পর গোটা ঘটনাটি বোঝা যাবে l