অবতক খবর,৭ আগস্ট:দোকানের দখল নিতে না পাড়ায় অবসাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কাচাকালির এক ব্যসায়ীর। এই ঘটনায় উত্তেজনা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালী গ্রামের বাসিন্দা পরিমল সিংহ কাচাকালি বাজারের একটি দোকানের পজিশন ৫৫ হাজার টাকা সেলামি দিয়ে কিনে নেয় এক ব্যবসায়ীর থেকে। দোকানের পজিশন পেতে ৭০ হাজার টাকা তৃণমূল পার্টি ফান্ড এবং ১ লক্ষ টাকা মেরামতের জন্য দিলেও দোকানের পজিশন না পাওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঐ ব্যক্তি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পরিমল সিংহের স্ত্রী জানান, আমার স্বামী কাচাকালি বাজারে ৫৫ হাজার টাকা সেলামি দিয়ে দোকানটি নেওয়ার জন্য বায়নানামা করেন। এর মধ্যেই স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্ব ওই জায়গা নেওয়ার জন্য ৭০ হাজার টাকা পার্টি ফান্ডে দেওয়ার দাবি করেন এবং ওই দোকানঘর মেরামতি বাবদ আরো এক লক্ষ টাকা পরিমল সিংহকে দেওয়ার জন্য বলা হয়।

কিন্তু টাকা দেওয়ার পরেও দোকানের দখল না দিয়ে টালবাহানা শুরু করে। মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ বেশ কয়েকজন পদস্থ তৃণমূল নেতার সম্মুখে বিষয়টি আলোচনা করা হয় এবং তাকে তার জমির পজিশন দিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

কিন্তু গত তিন চারদিন দিন আগে তাকে টাকা ফেরৎ নেওয়ার কথা শোনা মাত্রই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারণ ওই টাকা জোগাড় করতে তার নিজের ১০ কাঠা জমি বিক্রি করতে হয়েছিল। এখন জমিটাও গেল দোকানঘর নেওয়াও হলো না। মানসিকভাবে ভেঙে পড়ে গতকাল সকাল ন’টা নাগাদ তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন এবং স্থানীয়দের তৎপরতায় তাকে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ইসলামপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ বিষয়ে পরিমল সিংয়ের স্ত্রী তৃণমূল নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

চোপড়া ব্লক তৃণমূল সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ জানান, ঘটনাটা শুনতে পেরেছি। দোকানের পজিশন নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল। যদি এই ঘটনায় তৃণমূলের কোন নেতা জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে মাঝিয়ালি অঞ্চলের অঞ্চল সভাপতি আকবর আলী জানান, ওই দোকানের পজিশনটা সম্পূর্ণ মার্কেটিংয়ের। ওই দোকান বিক্রি করা যায় না। অলরেডি ঐ দোকানে একজন ভাড়ায় আছে। তাই আমরা দুই পক্ষকে নিয়ে বসে আলোচনাও করেছি। সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছিল। এর মধ্যেই জানতে পারি তিনি বিষ খেয়ে নিয়েছেন। আমরা তার সুস্থতা কামনা করছি। আর ডোনেশনের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে আত্মহত্যাকারী পরিমল সিংহের অবস্থা আশংকাজনক থাকায় চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেছে।