অবতক খবর :: উৎপল রায় :: ধূ‌‌পগুড়ি ::   কোভিড-১৯ এর জন্য লোকডাউন চলছে। এই সময় কৃষকদের খারাপ অবস্থার কথা আমরা সকলেই জানি। বাজারে তারা ফসলের দাম ঠিক মতো পাচ্ছে না, কোনো কোনো দিন তাদের ফসল বাজারে ফেলে দিয়ে আস্তে হচ্ছে। কেননা সঠিক মূল্য দিয়ে কেনার লোক নেই জন্য।

এই সব কৃষক দের কথা মাথায় রেখে সারা ভারত কৃষক সভা ধূপগুড়ি থানা কমিটি একটি নতুন উদ্দ্যোগ নেন, ২নং মাগুরমারী অঞ্চলের সমস্ত গ্রামে ক্ষুদ্র কৃষকদের এই কঠিন সময়ে ধান বিজ দিয়ে সাহায্যের হাত বারিয়ে দেন। তারা গত ২দিন যাবত এই উদ্দ্যোগটি চালিয়ে যাচ্ছেন। আজ উত্তর আলতাগ্রাম চৌরঙ্গী বাজারে সারাভারত কৃষক সভার পক্ষ থেকে ১২জন ক্ষুদ্র কৃষক দের ধানের বীজ বিতরণ করা হয়।

থানাকমিটির সদস্য কমঃমোক্তার হোসেন জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাগুরমারি ২নং অঞ্চলে ৭০-৮০ জন কৃষকে তারা এই ধান বিজ প্রদান করবেন। প্রথম দিনে তারা কিছু কৃষকে প্রদান করেছিলেন, আজ কিছু কৃষকে প্রদান করছেন। এই কাজে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থামা কমিটির সদস্য কমঃ পদ্মোলোচন রায়,কমঃ দিগেন রায়,কমঃ আইজুল হক, কমঃ হিরন্য অধিকারী, কমঃ খোকন ইসলাম ও আরও অনেকে।