অবতক খবর,২০ নভেম্বর: দীর্ঘ প্রায় দু’বছর পরে ১৬ নভেম্বর নবম-দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে খুলেছে স্কুল।দীর্ঘ অনলাইন ক্লাসের পরে আবারও নতুন করে স্কুলে শুরু হয়েছে পঠন পাঠন। এতদিন অনলাইনে ভালো ক্লাস হয়নি শেষ হয়নি সিলেবাস কিন্তু ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে,আর তাতেই আপত্তি ছাত্রদের সেইমতো স্কুল খোলার চারদিনের মাথায় শনিবার হাবরা হাইস্কুলের প্রধান শিক্ষকের ঘরের সামনে পরীক্ষা পেছানোর দাবি তুলে এক প্রকার কোভিড বিধি শিকেয় তুলে ছাত্ররা শুরু করেন অবস্থান-বিক্ষোভ। অবস্থানকারী ছাত্রদের দাবি এতদিন অনলাইনে ক্লাস করেছি সিলেবাস শেষ হয়নি পরীক্ষার প্রস্তুতি ভালো না আমাদের সঙ্গে আলোচনা না করেই আমাদের স্কুলের প্রধান শিক্ষক এই পরীক্ষার নোটিশ দিয়েছেন আমরা চাই পরীক্ষা পেছানো হোক।

এই বিষয়ে আমরা কথা বলেছিলাম হাবরা হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবন পন্ডার সাথে তিনি আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন সরকারি নির্দেশিকা অনুযায়ী টেস্ট পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু ছাত্ররা কথা শুনছেন না তাই এই বিষয়ে ছাত্রদের সাথে আর কথা নয় – অভিভাবক – অভিভাবিকাদের ডেকে কথা বলবো।