কি হবে এই দেশের? এই রাষ্ট্রই কি গণতন্ত্র মেনে চলে? শাসকের স্বেচ্ছাচারিতার কত উদাহরণ দেবো? তাতো দুই মহাকাব্য ছাড়িয়ে যাবে! আমরা সাধারণ মানুষ যাবো কোথায়?
দ্বিচারিতা
তমাল সাহা
শিখেছো অনেক তন্ত্র-মন্ত্র
প্রত্যক্ষ করো এবার গণতন্ত্র।
শাসক মিছিল চলছে দেখো
বিনা বাধায়
পুলিশ পাহারায়
সামনে নেত্রী, কেমন গর্জায়!
তখন পথচারীর অসুবিধা কোথায়?
ছাড়ো পথ, পথ ছাড়ো
রাজাবাবু যায়, রানিমা যায়!
বিরোধী জনতার মিছিল গেলে সেই পথে
যানজট, সাধারণের কষ্টের ধুয়ো
বিরোধী মিছিল তো শাসকের দূয়ো!
আটকাতেই হবে সেই মিছিল
রাখতে হবে রাজাবাবু রানিমায়ের মান।
প্রয়োজনে চলবে গুলি জলকামান।
লিখে আর বলবো কতো!
তুমি তো নিজ চোখেই দেখছো জলজ্যান্ত
একে কি বলে?
ভারতীয় গণতণ্ত্র!