দ্রষ্টব্য
তমাল সাহা

এক) জায়গা

বাংলা এই মেয়েকেই চায়।
ধর্ষণের এত ভালো জায়গা কোথায়?

দুই) গর্ব

রে শাসক! তুই বাংলার গর্ব।
শবের পর শব গেঁথে
আমরা সোনার বাংলা গড়বো।

তিন) ঘৃণা

ওয়াক থুঃ!
ছুড়ে দিতে চাই শাসকের মুখে।
সামনে নেই সে,গিলে ফেলি তাই
ছিটকে পড়ে যদি মাটি-মার বুকে!

চার) নিরাপত্তা

হে মাতা!
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে
ঘরে ফিরে যাবে তো নিশ্চিত!
পথে হবে নাতো ধর্ষিতা?

পাঁচ) ছোট্ট ঘটনা

কন্যাশ্রী দিলাম, লক্ষ্মী ভাণ্ডার দিলাম
এবার সঙ্গে দিলাম ধর্ষক।
ধর্ষণ এখন ছোট্ট ঘটনা, নয় লোমহর্ষক!