ধর্ম বিদ্রোহী/তমাল সাহা
হিংস্রতা বোঝানো কত সহজ
খুব সূক্ষ্ম ছিল তার মগজ।
রবির সঙ্গে কথা হল কবির
তাদের সখ্য কত না গভীর।
মৌলবাদ বোঝাতে
তারা ব্যবহার করলেন দুটি শব্দ।
ন্যাজ আর শিং—
মৌলবাদীরা তাতেই জব্দ।
ধর্মের বাড়াবাড়ি– রক্ত ও খুন
তিনি হিন্দুত্ব আর মোল্লাত্ব
কত সহজেই বোঝালেন দেখুন।
টিকিট ও দাড়িস্তান—
উচ্চারণে তার তীক্ষ্ণ ব্যঙ্গ।
সাধারণের কথাই ছিল
তার কবিতার অঙ্গ।
তিনি আগাম বুঝেছিলেন,
ধর্মই খাবে দেশ।
তিনি সেই কবি
লেখনি আর অবয়বে
ছিল যার বিদ্রোহী বেশ।
খিদের আবার কি জাত?
তার ধর্ম তো ভাত—
সে কি হিন্দু, না মুসলমান!
তোরা মন্দির মসজিদ মসনদ
নিয়ে করে যা পালাগান!
যদি মানুষই নেই,
তবে কি আর থাকে?
তোর গীতা-কোরান
উঠিয়ে রাখ তাকে।