অবতক খবর,১৭ অক্টোবরঃ বঙ্গভঙ্গের বিরোধিতায় রবীন্দ্রনাথের রাখী বন্ধনে ছিল সম্প্রীতির বার্তা! আজও প্রাসঙ্গিক সেই ঐক্যের উৎসব।১৯০৫ সালে ১৬ অক্টোবর, বঙ্গভঙ্গের বিরোধিতা করতে রাখীকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ।
সেই দিনটিকে স্মরণ করে শান্তিনিকেতনের উপাসনা গৃহের প্রাঙ্গনে গান-কবিতার মধ্য দিয়ে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।রাখীবন্ধন উৎসব উদ্বোধন করেন প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর। উপাসনা গৃহ থেকে বোলপুর চিত্রা মোড় পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন বিশিষ্ট জনেরা ছাড়াও সাক্ষরতা প্রসার সমিতির পড়ুয়ারা।
অস্থির সময়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বকে মানুষের মধ্যে জাগিয়ে তুলতেই এমন উদ্যোগ জানিয়েছেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির বীরভূমের সম্পাদক বিকাশ রায়।তিনি আরো জানান, বীরভূম জেলা জুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে পরস্পরের হাতে রাখী বেঁধে এই দিনটি পালন করা হয়।