অবতক খবর , সৌম্য , পূর্ব মেদিনীপুর :- করোনাকালে লকডাউনের জেরে মানুষ আরো বেশি করে জোর দিয়েছিল ধান চাষে। ফলন দেখে মনে করেছিলেন এ বছর হয়তো আয়ের মুখ দেখবেন।
তবে ধান পাকতেই চোখ কপালে উঠে গেছে কৃষকদের। ধানের ফলন ভালো হলেও ধানের ভেতরে নেই চাল।আর তা দেখে মাথায় হাত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের রাউতাড়া গ্রামের চাষীভাইদের।
এখানকার অধিকাংশ মানুষই যুক্ত ধান চাষের সঙ্গে। এবার আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন ভালোই হয়েছিল। যা দেখে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন রাউতাড়া গ্রামে চাষীভাইরা।
করোনাকালে লকডাউন এর জেরে ধান চাষকেই আয়ের উৎস বানিয়ে তুলতে চেয়েছিলেন তারা। ধান কাটতে গিয়ে মাথায় হাত পড়লো তাদের। ধান আছে কিন্তু চাল নেই।
ধানের গাছ ধানের শীষ ধানের ফল ভালো হলেও ধানের মধ্যে জন্ম নেয়নি কোন চাল। কি করবেন ভেবেই উঠতে পারছেন না কৃষকরা।লাভের আশায় কেউ ধারদেনা করে চাষ করেছিলেন, কেউ আবার ভাগ চাষ করেছিলেন। লাভ তো হলোই না উল্টে চরম ক্ষতির মুখে পড়েছেন এখানকার কৃষকরা।