উৎপল রায় : অবতক খবর : ধুপগুড়ি : মঙ্গলবার ধুপগুড়ি শহরের করোনা রোগীদের অক্সিজেন পরিষেবা দেওয়ার জন্য বিনে পয়সায় অক্সিজেন এটিএম চালু করা হয়। এদিন ধুপগুড়ির ১০ নম্বর ওয়ার্ডের বিডিও অফিস পাড়া এলাকায় এই অক্সিজেন অস্থায়ী ক্যাম্প চালু করেন।
সংগঠনের পক্ষ থেকে জানা যায়, জরুরী অক্সিজেন পরিষেবার জন্য হেল্পলাইন নম্বর দেওয়া আছে। অক্সিজেন প্রয়োজন হলে আমাদের দেওয়া হেল্প লাইন নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবে। আপাতত ধুপগুড়ি পৌর এলাকার যেসব রোগী রয়েছে তাদের জন্য এই পরিষেবা মজুদ থাকবে।
এদিন দশটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফ্রি অক্সিজেন দেওয়া চালু করেছে। যদি পরবর্তীকালে চাহিদা থাকে তাহলে আরো বাড়ানো হবে।