অবতক খবর,১৪ জুলাই: শহরের বিভিন্ন জায়গাতে অবৈধ ঠেকের বিরুদ্ধে অভিযানে নামল ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানালো শহরবাসী। পুর এলাকার বিবেকানন্দ পাড়ার বামনী ব্রীজ সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে দোকান ঘর গজিয়ে উঠেছিল।

অভিযোগ পেয়ে সেখানে রাতের অন্ধকারে অবৈধ কাজ কর্মের পাশাপাশি জুয়ার আসর বসত বলে অভিযোগ তুলেছিল এলাকাবাসী।একাধিক বার বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

অবশেষে অবৈধ ঠেকের বিরুদ্ধে অভিযানে নামতে দেখা গেল ধূপগুড়ির থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যকে। শহরের বিভিন্ন এলাকার অবৈধ ঠেক ভেঙে দিয়ে সেইসব এলাকা থেকে দোকান ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এলাকার এক লটারি বিক্রেতা বিশু রায় বলেন এখানে লটারির দোকান করি। পুলিশ এসে বলে দোকান ঘর বানিয়ে এখানে ব্যবসা করা যাবে না।

এবিষয়ে শিক্ষারত্ম তথা ধূপগুড়ি নাগরিক মঞ্চের জয় বসাক বলেন, পুলিশ প্রশাসনের অত্যন্ত ভালো উদ্যোগ। যেখানে অবৈধ কার্যকলাপ হত সেখানে পুলিশ প্রশাসন কড়া ব্যাবস্থা নিল এটা অন্তন্ত ভালো পদক্ষেপ নিয়েছে প্রশাসন।