অবতক খবর,৮ ডিসেম্বর: ৭ ডিসেম্বর রাতে নদীয়ার গয়েশপুরে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হল। জানা গেছে, গয়েশপুর ১৮ নং ওয়ার্ডের বিএলও বাপ্পা সরকার(৪০)কে গুলি করে হত্যা করা হয়েছে। বাড়ির কাছেই তাকে বুকে গুলি করা হয়।

স্থানীয়দের তৎপরতায় তাঁকে তড়িঘড়ি কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। তবে কি কারণে এই খুন তা এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। এ প্রসঙ্গে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত চ্যাটার্জী বলেন, ঠিক কি কারণে বাপ্পাকে খুন করা হলো তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত ভার রয়েছে পুলিশের হাতে, তারা তদন্ত করছেন, দোষীরা শাস্তি পাবে।