অবতক খবর,৪ মার্চ,নদীয়া:- চাকদহে ৫১নং রেলগেট বালিয়া ডাঙ্গা পূর্ব আট বছর আগে বিয়ে হয়েছিলো এনায়েত পুর
দক্ষিণ শিমুরালির বাসিন্দা সুধীর মাতব্বরের মেয়ে পিংকির সঙ্গে। শ্বশুরবাড়িতে মাঝেমধ্যেই অশান্তির কারণে পিংকি বাপের বাড়ী চলে আসতো। জামাই রবীন্দ্রনাথ দাস আবার বুঝিয়ে আর অশান্তি হবে না বলে নিয়ে যেতো। এইভাবে চলছিলো বিগত বেশ কয়েকবছর যাবৎ কিন্তু গত কাল সকালে মেয়ের বাড়ির লোক খবর পেয়ে মেয়ের পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গা পূর্ব গিয়ে দেখেন মেয়ের অগ্নিদগ্ধ শরীর অর্ধেক দরজার বাইরে আরব ভেতরে পড়ে আছে।
একমাত্র বাচ্চা মেয়ে সে তখন পাশের ঘরে ছিলো। তারপর পুলিশে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে অনেক দেরিতে এসে পৌঁছায় পুলিশ। ঢাকাবাসী মৃতদেহ হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বাড়ির লোক এর অভিযোগ। প্রশাসনিক উচ্চ কর্তা ব্যক্তিদের চেষ্টায় মেয়ের বাড়ির পক্ষ থেকে অবশেষে ছেলের বাড়ির বিরুদ্ধে অভিযোগ করেন এবং প্রশাসনের কাছে দাবি করেন তাদের যেন কঠিন শাস্তি হয়। অবশেষে সেই অভিযোগ নেওয়া হয় গত কাল রাত ১১টার সময় এবং আজ সকালে সেই কপি নিয়ে হসপিটালে দেখিয়ে মৃতদেহ ময়না তদন্তে পাঠায় পুলিশ।