অবতক খবর, নদীয়া: নদীয়ার শান্তিপুরে ডাকঘর তামচিকা পাড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন দের অফিস। নিয়মিত শিক্ষা, জীবিকা, পেশা,বৃত্তি,ভাতা সংক্রান্ত নানা বিষয়ে আজ তিন বছর ধরে নিয়মিত পরামর্শ সহযোগিতা করে চলেছে তাদের গড়ে তোলা সংগঠন ‘প্রতিবন্ধন’। জেলাব্যাপী সোশ্যাল মিডিয়া, হেলপ্লাইন নম্বর, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অস্থি, দৃষ্টিহীন, বধির সহ নানাবিধ অসুবিধা সম্বলিত কিছু মানুষ নিজেরাই নাটক, গান, আবৃত্তি ,ছবি আঁকা, সহ বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে নিজেদের ব্যস্ত রাখে নিয়মিত।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রবীণ এবং বাচ্চাদের মধ্যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছেন তাদেরকে দিয়ে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত গেয়ে , সংবিধান সম্পর্কে সাধারণ কিছু তথ্য তুলে ধরলেন তাদের মধ্যেই যারা পড়াশোনায় কলেজের গণ্ডি পেরিয়েছেন। সংগঠনের সভাপতি সুজন দত্ত জানান “সাধারণ মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও, আমরা চাই নিজেদের স্বনির্ভরতা। তাই বিশেষ কাউকে ডেকে নয়, আমরা নিজেরাই সমস্ত আয়োজন, পরিচালনা করি মনোবল বাড়ানোর জন্য।”
নিয়মিত প্রতি রবিবার ২৫ জন বাচ্চাকে নিয়ে গড়া স্কুলের দায়িত্বে থাকা সাধন বিশ্বাস জানান, “ঘরে বসে প্রতিবন্ধকতার মাত্রা আরো বেড়ে যায়, তাই বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে থাকলে, হীনমন্যতা আসেনা, উদ্দীপনা বাড়ে।”